বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে পারে ভারত, কীভাবে তা এড়াতে পারবেন রোহিতরা

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০১ মার্চ ২০২৫ ১৫ : ৩৫Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। দুই দলই ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। ম্যাচটি 'গ্রুপ এ'-র নিয়মরক্ষার ম্যাচ। অন্যদিকে, 'গ্রুপ বি' থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দল কোনটি হবে তা নির্ধারিত হবে শনিবার দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের ম্যাচটির পর। যদিও প্রোটিয়াসদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রবল। ক্ষীণ আশা রয়েছে আফগানিস্তানেরও।

রবিবার, ২ মার্চ দুবাইয়ে টুর্নামেন্টের শেষ লিগ পর্বের ম্যাচ খেলবে ভারত এবং নিউজিল্যান্ড। যদিও উভয় দলই যোগ্যতা অর্জন করেছে, তাদের ম্যাচই নির্ধারণ করবে গ্রুপে কে প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করবে। গ্রুপ বি-এর একটি দলের সঙ্গে সেমিফাইনালে মুখোমুখি হবেন রোহিত শর্মারা। অস্ট্রেলিয়া ইতিমধ্যে সেমিতে পৌঁছে যাওয়ায় তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের। নকআউট পর্বে ভারতের পারফরম্যান্স নিয়ে চিন্তিত সমর্থকরা। 

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কীভাবে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়া এড়াতে পারে?

১. যদি দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারায় অথবা ম্যাচটি ভেস্তে যায়: এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা গ্রুপের শীর্ষস্থান দখল করবে এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থান অর্জন করবে। অতএব, নিউজিল্যান্ডকে হারাতে পারলে ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। যদি রোহিত শর্মার নেতৃত্বাধীন দল তাদের ম্যাচটি হেরে যায়, তবে প্রোটিয়াদের মুখোমুখি হতে হবে।

২. যদি ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারায়: এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া গ্রুপের শীর্ষে থাকবে এবং দক্ষিণ আফ্রিকা অথবা আফগানিস্তানের মধ্যে যে কোনও একটি দল গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করবে। ভারত যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করে, তাহলে তারা গ্রুপ বি-র দ্বিতীয় স্থানাধিকারী দলের মুখোমুখি হবে এবং ট্রান্স-ট্রাসম্যান প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এক অপরের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে।

৩. যদি ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়: এই ক্ষেত্রে ভারত নিউজিল্যান্ডের তুলনায় নেট রান রেটের (এনআরআর) ভিত্তিতে গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করবে। অতএব, ভারতকে আশা করতে হবে যে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারাবে।

গ্রুপ এ-তে প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড। দু'টি ম্যাচ খেলে দু'টিতেই জিতেছেন কেন উইলিয়ামসরা। এনআরআর +০.৮৬৩। ভারতও দু'টি ম্যাচ জিতেছে। এনআরআর +০.৬৪৭। চার পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তিনটি ম্যাচে একটি জয় এবং দু'টিতে কোনও ফলাফল মেলেনি। এনআরআর +০.৪৭৫। তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দু'টি ম্যাচে একটিতে জয় এবং একটির কোনও ফলাফল মেলেনি। এনআরআর +২.৪১৫। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তান। তিনটি ম্যাচে একটিতে জয়, একটিতে হার এবং একটিতে কোনও ফলাফল মেলেনি। এনআরআর -০.৯৯০।


CT 2025ICC Champions Trophy 2025IndiaAustraliaNew Zealand

নানান খবর

নানান খবর

ব্যাটেই লাগেনি বল, অথচ ডাগ আউটের দিকে হাঁটা লাগালেন ঈশান কিষান, দেখুন ভিডিও

আইপিএলের জন্য ছাড়তে পারেন পিএসএল, আগামী বছরের দিকে তাকিয়ে পাক তারকা

মায়োরকার গোল লক্ষ্য করে ৪০টি শট নিয়ে বার্সা জিতল মাত্র ১ গোলে

ফুটবল মাঠ কাড়ল তরুণ-তাজা প্রাণ, গা ঘামানোর সময়ে মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু ফুটবলারের

'আসুন সবাই শান্তি ও মানবতার পক্ষে দাঁড়াই', পহেলগাঁওয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন হার্দিক-কামিন্সদের

'ক্রিকেট খেলে ভুল করেছি', কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?‌ 

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’‌কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা

সোশ্যাল মিডিয়া